Greetings and introductions
Introduction
A. Read the following paragraph.

Arun and his family are new comers to the city of Khulna. His father has been transferred from Rajshahi to this city. So, they have moved to Rupganj Residential Area in Khulna. Arun has got admission into Rupganj Primary school. He was a little late for his first day at school. So it was difficult for him to find his classroom. He did not find anybody to direct him to his classroom. He went to the wrong classrooms two times. He was very upset and was about to cry. Then he decided to go straight to a class and ask the teacher for the direction of his classroom. Finally, he found his classroom with the help of a teacher.
অরুন এবং তার পরিবার খুলনা শহরে নতুন এসেছে । তার বাবা রাজশাহী থেকে এই শহরে বদলি হয়েছেন । তাই তারা রুপগঞ্জ আবাসিক এলাকায় চলে এসেছে । অরুন রুপগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে । প্রথম দিন স্কুল যেতে তার একটু দেরী হয় । তাই শ্রেণীকক্ষ খুঁজে পেতে তার একটু অসুবিধা হয় । শ্রেণীকক্ষের দিক নির্দেশনা জিজ্ঞেস করার জন্য সে কাউকে পায় না । দু'বার সে ভুল শ্রেণীকক্ষে ঢুকে পড়ে । তার খুব মন খারাপ হয়, এবং সে প্রায় কেঁদে ফেলে । তখন সে ঠিক করে সে সোজা একটি শ্রেণীকক্ষে যাবে এবং শ্রেণী শিক্ষককে তার শ্রেণীকক্ষ দেখিয়ে দিতে বলবে । অবশেষে একজন শিক্ষকের সাহায্যে সে তার শ্রেণীকক্ষ খুঁজে পায় ।