প্রার্থনা
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। গাছে ফুল ফল কে দান করেছেন?
সৃষ্টিকর্তা গাছে ফুল ফল দান করেছেন।
২। তোমার আপনজন কারা?
সব মানুষেরা আমার আপনজন।
৩। সৎ পথে চলা উচিত কেন?
...
৪। কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন?
কবিতায় কবি সৃষ্টিকর্তাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন।
৫। আমরা কেমন পথে চলতে চাই?
আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই।
৬। সুন্দর ধরণী কে দান করেছেন?
সৃষ্টিকর্তা সুন্দর ধরণী দান করেছেন।










