খামার বাড়ীর পশুপাখি

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। গ্রামের নাম কী?

গ্রামের নাম তিতাস।

২। গরুর খামারের মালিকের নাম কী?

গরুর খামারের মালিকের নাম সালাম।

৩। গরু কী খায়?

গরু খইল ও ভুসি খায়।

৪। সোনাবিবির কিসের খামার?

সোনাবিবির হাঁসের খামার।

৫। হাঁসের খামারটি কোথায়?

ময়না ফুফুর খামারের পাশের বড় পুকুরে হাঁসের খামার।

৬। ছাগলছানারা কী করে?

ছাগলছানারা মা ছাগলগুলোর আশেপাশে লাফালাফি করে।

৭। লাল ঝুঁটি মোরগ দেখতে কেমন?

লাল ঝুঁটি মোরগ দেখতে খুব সুন্দর।

৮। খামারের মোরগ ও মুরগী কে পাহারা দেয়?

ময়না ফুফুর কুকুর খামারের মোরগ-মুরগি পাহারা দেয়।

৯। পুকুরে হাঁসগুলো কী করে?

হাঁসগুলো পুকুরে নেমে শামুক খায়।