মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। স্বাধীনতার ডাক কে দিয়েছিলেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
২। মুক্তিসেনারা কেন লড়াই করেছিলেন?
স্বাধীনতার জন্য মুক্তিসেনারা লড়াই করেছিলেন।
৩। মুক্তিযুদ্ধ কোন মাসে শুরু হয়েছিল?
মার্চ মাসে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।
৪। স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়েছিল?
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল।
৫। মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন?
জঙ্গল ঘেরা পুরানো এক জমিদার বাড়িতে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিলেন।
৬। মুক্তিযোদ্ধারা কেন পিছু হটতে চাইলেন না?
ঘাঁটির পেছনের গ্রামটি রক্ষা করতে মুক্তিযোদ্ধারা পিছু হটতে চাইলেন না।
৭। একজন মুক্তিসেনা কীভাবে শহিদ হলেন?
বুকে গুলি খেয়ে একজন মুক্তিসেনা শহিদ হলেন।
৮। দলনেতার নতুন কৌশল কী ছিল?
বারবার জায়গা বদলিয়ে গুলি ছোড়া দলনেতার নতুন কৌশল ছিল।
৯। গ্রামটি কীভাবে রক্ষা পেল?
মুক্তিসেনাদের বুদ্ধি ও সাহসে গ্রামটি রক্ষা পেল।










