- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - আমার পরিচয়
- পাঠ ২ - আগের পাঠ থেকে জেনে নেই
- পাঠ ৩ - ছবির গল্প : কক্সবাজার
- পাঠ ৪ - আমাদের দেশ
- পাঠ ৪ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৫ - বর্ষাকাল
- পাঠ ৬ - আমি হব
- পাঠ ৬ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৭ - জলপরি ও কাঠুরে
- পাঠ ৮ - নানা রঙের ফুলফল
- পাঠ ৯ - আমাদের ছোট নদী
- পাঠ ১০ - নানির হাতের মজার পিঠা
- পাঠ ১১ - ট্রেন
- পাঠ ১২ - দুখুর ছেলেবেলা
- পাঠ ১৩ - প্রার্থনা
- পাঠ ১৩ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ১৪ - খামার বাড়ীর পশুপাখি
- পাঠ ১৫ - ছয় ঋতুর দেশ
- পাঠ ১৬ - মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
- পাঠ ১৭ - কাজের আনন্দ
- পাঠ ১৮ - সবাই মিলে কাজ করি
- Home
- Elements
বর্ষাকাল
পড়ি ও লিখি
ছবি দেখি। কথোপকথন তৈরী করি। নিচের উদাহরণটি দেখি।
মনি : সন্ধ্যা হয়ে এসেছে। এখন বাড়ী চলো।
মতি : ঠিক বলেছ, এখন বাড়ী ফিরতে হবে।
মনি : তুমি বাড়ি গিয়ে কী করবে?
মতি : হাতমুখ ও পা ধোব। তুমি?
মনি : আমিও হাতমুখ ধোব তারপর কিছু নাস্তা করব।
মতি : তারপর কী করবে?
মনি : তারপর পড়তে বসব। তুমি?
মতি : আমিও পড়তে বসব। গতকালের সব বাড়ীর কাজ করা হয়নি।
মনি : আমি আমার বাড়ির কাজ স্কুল থেকে ফিরেই করে ফেলেছি।
মতি : আমার শুধু গণিত বাড়ির কাজ বাকি আছে।
মনি : তাহলে চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই।
মতি : ঠিক আছে।
মনি : বিদায়, কাল স্কুলে দেখা হবে।
মতি : বিদায়, ভালো থেকো।










