বর্ষাকাল

পড়ি ও লিখি

ছবি দেখি। কথোপকথন তৈরী করি। নিচের উদাহরণটি দেখি।

মনি : সন্ধ্যা হয়ে এসেছে। এখন বাড়ী চলো।
মতি : ঠিক বলেছ, এখন বাড়ী ফিরতে হবে।

মনি : তুমি বাড়ি গিয়ে কী করবে?
মতি : হাতমুখ ও পা ধোব। তুমি?

মনি : আমিও হাতমুখ ধোব তারপর কিছু নাস্তা করব।
মতি : তারপর কী করবে?

মনি : তারপর পড়তে বসব। তুমি?
মতি : আমিও পড়তে বসব। গতকালের সব বাড়ীর কাজ করা হয়নি।

মনি : আমি আমার বাড়ির কাজ স্কুল থেকে ফিরেই করে ফেলেছি।
মতি : আমার শুধু গণিত বাড়ির কাজ বাকি আছে।

মনি : তাহলে চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই।
মতি : ঠিক আছে।

মনি : বিদায়, কাল স্কুলে দেখা হবে।
মতি : বিদায়, ভালো থেকো।