খলিফা হযরত আবু বকর (রা)

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। খোলাফায়ে রাশিদিন কাকে বলে?

হজরত মুহাম্মদ (স) এর মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাঁদের খোলাফায়ে রাশিদিন বলা হয়।

২। হযরত আবু বকর (রা) কে ছিলেন?

হজরত আবু বকর (রা) ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা।

৩। তিনি কোথায় জন্মগ্রহণ করেন?

তিনি ৫৭০ খ্রিঃ মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহন করেন।

৪। তাঁর মাতা এবং পিতার নাম কী?

তাঁর মাতার নাম সালমা ও পিতার নাম কুহাফা উসমান।

৫। পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন?

আবু বকর (রাঃ) পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহন করেন।

৬। নবুয়ত লাভের পর মুহাম্মদ (স) কী করলেন?

নবুয়ত লাভের পর হজরত মুহাম্মদ গোপনে আল্লাহ্‌র বানী প্রচার শুরু করলেন।

৭। ক্রীতদাসকে মুক্তি দিলে কী হয়?

ক্রীতদাসকে মুক্তি দিলে সওয়াব হয়।

৮। কখন আবু বকর (রা) সমস্ত সম্পদ দান করেন?

তাবুক যুদ্ধের সময় আবু বকর (রা) সমস্ত সম্পদ দান করেন।

৯। মৃত্যুর পূর্বে তিনি মেয়ে আয়েশা (রা) কে কী বলেছিলেন?

মৃত্যুর পূর্বে তিনি তাঁর মেয়ে আয়েশা (রা) কে বলে গেলেন, তিনি যেন পরবর্তী খলিফা হজরত উমর (রা) কে রাষ্ট্রের একটি উট ও একজন দাস পৌছে দেন।

১০। হযরত আবু বকর (রা) কবে মৃত্যুবরণ করেন?

হজরত আবু বকর (রা) ৬৩৪ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন।