- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - ছবি ও কথা
- পাঠ ২ - আমাদের এই বাংলাদেশ
- পাঠ ৩ - রাজা ও তাঁর তিন কন্যা
- পাঠ ৪ - হাটে যাব
- পাঠ ৫ - ভাষাশহিদদের কথা
- পাঠ ৬ - চল্ চল্ চল্
- পাঠ ৭ - স্বাধীনতা দিবসকে ঘিরে
- পাঠ ৮ - কুঁজো বুড়ির গল্প
- পাঠ ৯ - তালগাছ
- পাঠ ১০ - একাই একটি দুর্গ
- পাঠ ১১ - আমার পণ
- পাঠ ১২ - পাখিদের কথা
- পাঠ ১৩ - আমাদের গ্রাম
- পাঠ ১৪ - কানামাছি ভোঁ ভোঁ
- পাঠ ১৫ - আদর্শ ছেলে
- পাঠ ১৬ - একজন পটুয়ার কথা
- পাঠ ১৭ - ঘুড়ি
- পাঠ ১৮ - স্টিমারের সিটি
- পাঠ ১৯ - পাল্লা দেওয়ার খবর
- পাঠ ২০ - বড় কে?
- পাঠ ২১ - নিরাপদে চলাচল
- পাঠ ২২ - খলিফা হযরত আবু বকর (রা)
- Home
- Elements
চল্ চল্ চল্
শব্দার্থ
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
ঊষা - ভোরবেলা।
রাঙা - লাল রঙের, রক্তবর্ণ।
গাহি - গান গাই।
নবীন - তরুণ।
হানি - মারা, আঘাত করা, আক্রমণ করা।
বাহু - ভুজ / কাধ থেকে হাতের আঙ্গুল পর্যন্ত অংশ।
নিম্ন - নিচু, নিচে।
উর্ধ্ব - উপরের দিক।
গগন - আকাশ।
মাদল - ঢোলের মতো বাদ্যযন্ত্র।
উতলা - অস্থির।
ধরণি - পৃথিবী।
অরুণ - সকালের সূর্য।
প্রাতে - সকালে।
প্রভাত - সকাল।
টুটাব - ভাঙ্গব, দূর করব।
তিমির - অন্ধকার।
বিন্ধ্যাচল - বিন্ধ্যা পর্বত।
সজীব - সতেজ, জীবন্ত।
শ্মশান - মৃতদেহ পোড়ানোর স্থান।
একই শব্দের অর্থ জেনে নেই।
প্রভাত - সকাল, ভোর।
তিমির - আঁধার, অন্ধকার।