চল্‌ চল্‌ চল্‌

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

ঊষা - ভোরবেলা।
রাঙা - লাল রঙের, রক্তবর্ণ।
গাহি - গান গাই।
নবীন - তরুণ।
হানি - মারা, আঘাত করা, আক্রমণ করা।
বাহু - ভুজ / কাধ থেকে হাতের আঙ্গুল পর্যন্ত অংশ।
নিম্ন - নিচু, নিচে।
উর্ধ্ব - উপরের দিক।
গগন - আকাশ।
মাদল - ঢোলের মতো বাদ্যযন্ত্র।
উতলা - অস্থির।
ধরণি - পৃথিবী।
অরুণ - সকালের সূর্য।
প্রাতে - সকালে।
প্রভাত - সকাল।
টুটাব - ভাঙ্গব, দূর করব।
তিমির - অন্ধকার।
বিন্ধ্যাচল - বিন্ধ্যা পর্বত।
সজীব - সতেজ, জীবন্ত।
শ্মশান - মৃতদেহ পোড়ানোর স্থান।

একই শব্দের অর্থ জেনে নেই।

প্রভাত - সকাল, ভোর।
তিমির - আঁধার, অন্ধকার।