- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
ব্যাকরণ
নিচের বাক্য কয়টি পড়ি।
মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে।
এখানে
মনির, রবিন |
- বিশেষ্য পদ |
খুব ভালো |
- বিশেষণ পদ |
তার |
- সর্বনাম পদ |
ও |
- অব্যয় পদ |
খেলে |
- ক্রিয়া পদ |
এবার নিচের বাক্য কয়টি থেকে ৫ ধরনের পদ খুঁজে বের করি।
“বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। উচিত সবার সবাইকে ভালোবাসা”
বিশেষ্য - জনজীবন, বাংলাদেশের, আত্মীয়, স্বজন, বন্ধু
বিশেষণ - ভারি, নানা, উচিত
সর্বনাম - সবার, এই
অব্যয় - তাই, এজন্য, ও
ক্রিয়া - যাওয়া, দেখা, ঘুরে ঘুরে
ক্রিয়াপদের চলিত রূপ।
জন্মিয়াছি
উত্তর দেখি
জন্মেছি
ঘুরিয়া ঘুরিয়া
উত্তর দেখি
ঘুরে ঘুরে
আগলাইয়া
উত্তর দেখি
আগলে
বাঁচাইয়া
উত্তর দেখি
বাঁচিয়ে
ফলাইবে
উত্তর দেখি
ফলাবে
হইল
উত্তর দেখি
হলো
এক কথায় প্রকাশ
শুভ ভাগ্য
উত্তর দেখি
সৌভাগ্য
যারা বাংলা ভাষায় কথা বলে
উত্তর দেখি
বাঙালি
সমুদ্রের তীরের বালুময় স্থান
উত্তর দেখি
বেলাভূমি
যেখানে জনগণ বসবাস করে
উত্তর দেখি
জনপদ
নতুন বছরকে বরণ করার উৎসব
উত্তর দেখি
নববর্ষ
সমার্থক শব্দ








