স্বরবর্ণের ছড়াটি মজা করে বলি
অজগর ঐ হাসছে বসে
আমগাছটির ডালে –
ইইঁদুর দেখ রং মাখালো
ঈগল পাখির গালে।
উটের ছানা মুখ বেঁকিয়ে
ঊর্মিমালা আঁকে,
ঋতু আসে রং ছড়িয়ে
ঈগল পাখির ডাকে।
একতারাটা জোর বাজিয়ে
ঐরাবত ঐ নাচে –
ওল খেয়েছে ইঁদুর ছানা,
ঔষধে প্রান বাঁচে।
ইকবাল হোসেন

©2017 Copyright by bdeducations. All rights reserved.