সংখ্যার ছড়া
এক এর পরে দুই
আর দুই এর পরে তিন ,
মনের সুখে গুণব মোরা
নাচব তা ধিন ধিন।
তিন এর পরে চার
আর চার এর পরে পাঁচ ,
এমনি করে গুণতে পারি
ফুল, পাখি আর গাছ।
পাঁচ এর পরে ছয়
আর ছয় এর পরে সাত,
গুণব আট গুণব নয়
ধরে হাতে হাত।

©2017 Copyright by bdeducations. All rights reserved.