শুভ ও দাদিমা

প্রশ্ন উত্তর

অনুশীলনী - ১

দাদি / নানির জন্য কী কী করি তা বলি

দাদি / নানিকে ঔষধ খাওয়াই।
দাদি / নানির সাথে গল্প করি।
দাদি / নানির কাপড় গুছিয়ে দিতে সাহায্য করি।
দাদি / নানিকে বেড়াতে নিয়ে যাই।
দাদি / নানিকে বেড়াতে নিয়ে যাই।

অনুশীলনী - ২

১. শুভর দাদি কী করবেন?

শুভর দাদি সেলাই করবেন।

২. শুভর দাদি কী খুঁজে পাচ্ছেন না?

শুভর দাদি চশমা খুঁজে পাচ্ছেন না।

৩. শুভর দাদি কেন চশমা খুঁজছেন?

শুভর দাদি সুঁচে সুতা পড়ানোর জন্য চশমা খুঁজছেন।