আমাদের দেশ

story telling শুনি

আমাদের দেশ

আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ।

এদেশ অনেক সুন্দর। এ দেশে আছে কত না পাখি।

দোয়েল আমাদের জাতীয় পাখি।

এ দেশের বনে বনে, খালে বিলে অনেক ফুল ফোটে।

শাপলা আমাদের জাতীয় ফুল।

এ দেশে আছে অনেক রকমের গাছ।

আম গাছ আমাদের জাতীয় গাছ।

গাছে গাছে নানা রকমের ফল।

কাঁঠাল আমাদের জাতীয় ফল।

এ দেশের নদীতে আছে কত রকমের মাছ।

ইলিশ আমাদের জাতীয় মাছ।

আমাদের বনে আছে নানা ধরনের পশু।

বাঘ আমাদের জাতীয় পশু।

আমাদের দেশে আছে কত না নদী।

পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী।