মুক্তিযোদ্ধাদের কথা

  বাক্য রচনা

শব্দ দিয়ে বাক্য লিখি

বঙ্গবন্ধু - বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন।
বাঙালি - যুদ্ধে বাঙালিরা সাড়া দিল।
পতাকা - আমাদের পতাকার রং লাল ও সবুজ।

জাতির জনককে নিয়ে খাতায় তিনটি বাক্য লিখি।

আমাদের জাতির জনকের নাম শেখ মুজিবুর রহমান।
১৭ই মার্চ, ১৯২০ সালে আমাদের জাতির জনক জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।