সঠিক
সঠিক নয়
আমার প্রিয় পিঠার নাম লিখি। দুটি বাক্য লিখি ও সবাইকে পড়ে শোনাই।
পাটিসাপটা আমার প্রিয় পিঠা।
পাটিসাপটা পিঠা চালের গুঁড়া, চিনি ও দুধ দিয়ে তৈরি করা হয়। পাটিসাপটার পুর খেতে আমার বেশি ভাল লাগে।