ট্রেন
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। ঝক ঝকাঝক শব্দ কখন হয়?
ট্রেন চলার সময় ঝক ঝকাঝক শব্দ হয়।
২। পুলের উপর কি বাজে?
পুলের উপর ঝনঝনা ঝনঝন বাজনা বাজে।
৩। ট্রেন কোথায় ঘুরে বেড়ায়?
ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়।
৪। মাঠ পেরুলেই কি দেখা যায়?
মাঠ পেরুলেই বন দেখা যায়।
৫। ট্রেন বাঁশি বাজায় কখন?
ইচ্ছে হলেই ট্রেন বাঁশি বাজায়।
৬। ইচ্ছে হলে ট্রেন কি করে?
ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়।
৭। ট্রেন কেমন শব্দ করে থামে?
ট্রেন একটু কেশে খক শব্দ করে থামে।










