ট্রেন

activities এসো নিজে করি

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

বাজনা - বাদ্যযন্ত্রের শব্দ।
ঝনঝন - আওয়াজ।
জিরোয় - বিশ্রাম নেয়া।
রাতদুপুর - সব সময়, সারা দিনরাত।
ঝক ঝকাঝক - ট্রেন চলার শব্দ।
কাঠুরে - কুঠার দিয়ে গাছ / কাঠ কাটা যার পেশা।
পেরুলেই - পার হলেই।
ফের - আবার।
বেশ - ভাল।