আগের পাঠ থেকে জেনে নেই

পড়ি ও লিখি

ছবির নিচের বাক্য পড়ি ও লিখি। নিচের ছবিগুলোর উপর ক্লিক করে বড় করে দেখি।

আম বাগানে আম ধরেছে।

আম বাগানে আম ধরেছে।

বাবা ও আমি আম পাড়ছি।

মা আম কাটছেন।

আমরা সবাই মিলে আম খাচ্ছি।