আগের পাঠ থেকে জেনে নেই

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। শুক্রবারে মনি ও মতি কী করে?

শুক্রবারে মনি ও মতি বাগান করে।

২। মনি ও মতির কয়টি বাগান আছে?

মনি ও মতির দুইটি বাগান আছে।

৩। বাগানগুলোর নাম কী কী?

বাগানগুলোর একটি সবজি বাগান, অন্যটি ফুল বাগান।

৪। নানী ও দাদী তাদের সাথে বাগানে কী করেন?

নানী ও দাদী তাদের সাথে বাগানে পরামর্শ করেন।

৫। তুমি তোমার বাগানে কী গাছ লাগাবে?

আমি আমার বাগানে পেয়ারা ও সূর্যমূখী ফুলের গাছ লাগাবো।