ছবির গল্প : কক্সবাজার

story telling এসো নিজে করি

ছবিতে ছবিতে সংখ্যা

১। ছবিতে কয়টি জাহাজ দেখতে পাচ্ছ তা কথায় লিখি।

পাঁচটি।

২। ছবিতে কয়টি নৌকা আছে তা কথায় লিখি।

আটটি।

৩। ছবিতে কয়জন ঝিনুক কুড়াচ্ছে তা কথায় লিখি।

ছয় জন।

৪। ছবিতে কয়জন জেলে আছে তা কথায় লিখি।

দশ জন।

৫। ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখি।

১৩          ১৮          ১৯          ২২          ২৫

তেরো      আঠারো     উনিশ      বাইশ       পঁচিশ