- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - আমার পরিচয়
- পাঠ ২ - আগের পাঠ থেকে জেনে নেই
- পাঠ ৩ - ছবির গল্প : কক্সবাজার
- পাঠ ৪ - আমাদের দেশ
- পাঠ ৪ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৫ - বর্ষাকাল
- পাঠ ৬ - আমি হব
- পাঠ ৬ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৭ - জলপরি ও কাঠুরে
- পাঠ ৮ - নানা রঙের ফুলফল
- পাঠ ৯ - আমাদের ছোট নদী
- পাঠ ১০ - নানির হাতের মজার পিঠা
- পাঠ ১১ - ট্রেন
- পাঠ ১২ - দুখুর ছেলেবেলা
- পাঠ ১৩ - প্রার্থনা
- পাঠ ১৩ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ১৪ - খামার বাড়ীর পশুপাখি
- পাঠ ১৫ - ছয় ঋতুর দেশ
- পাঠ ১৬ - মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
- পাঠ ১৭ - কাজের আনন্দ
- পাঠ ১৮ - সবাই মিলে কাজ করি
- Home
- Elements
ছবির গল্প : কক্সবাজার
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। ছবিতে কয়টি পতাকা দেখা যাচ্ছে? এটি কিসের সংকেত?
ছবিতে তিনটি পতাকা দেখা যাচ্ছে। তিনটি পতাকা মানে তিন নম্বর বিপদ সংকেত।
২। ২ নম্বর বিপদ সংকেত দেখা দিলে কী করতে হবে?
২ নম্বর বিপদ সংকেত দেখা দিলে সমুদ্র থেকে উঠে আসতে হবে।
৩। আশ্রয়স্থলে যাওয়ার সময় সঙ্গে কী কী নিতে হয়?
আশ্রয়স্থলে যাওয়ার সময় শুকনো খাবার, দিয়াশলাই ও মোমবাতি সঙ্গে নিতে হবে।
৪। তোমাদের এই সময় কী করা উচিৎ?
আমাদের এই সময় বাবা-মাকে জিনিসপত্র গোছানোর কাজে সাহায্য করা উচিৎ।
৫। কিভাবে আশ্রয়স্থলে যেতে হবে?
লাইন করে আশ্রয়স্থলে যেতে হবে।









