ছবির গল্প : কক্সবাজার

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। ছবিতে কয়টি পতাকা দেখা যাচ্ছে? এটি কিসের সংকেত?

ছবিতে তিনটি পতাকা দেখা যাচ্ছে। তিনটি পতাকা মানে তিন নম্বর বিপদ সংকেত।

২। ২ নম্বর বিপদ সংকেত দেখা দিলে কী করতে হবে?

২ নম্বর বিপদ সংকেত দেখা দিলে সমুদ্র থেকে উঠে আসতে হবে।

৩। আশ্রয়স্থলে যাওয়ার সময় সঙ্গে কী কী নিতে হয়?

আশ্রয়স্থলে যাওয়ার সময় শুকনো খাবার, দিয়াশলাই ও মোমবাতি সঙ্গে নিতে হবে।

৪। তোমাদের এই সময় কী করা উচিৎ?

আমাদের এই সময় বাবা-মাকে জিনিসপত্র গোছানোর কাজে সাহায্য করা উচিৎ।

৫। কিভাবে আশ্রয়স্থলে যেতে হবে?

লাইন করে আশ্রয়স্থলে যেতে হবে।