আমাদের দেশ

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

জেলে বেলা ক্ষেতে শেফালি চাষী হেলা

ক) কৃষক

ক্ষেতে

কাজ করেন।

খ) জাল দিয়ে

জেলে

মাছ ধরেন।

গ) জমি চাষ করেন

চাষী

ঘ) কোন কাজকে

হেলা

করব না।

ঙ) সাড়া

বেলা

খেলা করো না।

চ)

শেফালি

ফুল দিয়ে মালা গাঁথি।

ছবি দেখি। কে কী কাজ করে বলি ও লিখি।

মালী জেলে তাঁতী রাখাল রিকশাওয়ালা মাঝি

রাখাল

বাঁশী বাজান।

মালী

বাগান করেন।

মাঝি

নৌকা চালান।

তাঁতী

কাপড় বুনেন।

জেলে

মাছ ধরেন।

রিকশাওয়ালা

রিকশা চালান।

ছবি দেখি। ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরী করি।

হাল নৌকা গোলা নদী জাল চাষ

নৌকা

নদীতে চলে।

হাল

টানে গরু।

জাল

দিয়ে মাছ ধরে।

চাষ

করে চাষী ভাই।

গোলা

ভরা ধান।

নদী

বয়ে যায়।