আমাদের দেশ
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। কাপড় বুনেন কে?
তাঁতী কাপড় বুনেন।
২। মাছ ধরেন কে?
জেলে মাছ ধরেন।
৩। নৌকা চালান কে?
মাঝি নৌকা চালান।
৪। জমি চাষ করেন কে?
চাষী জমি চাষ করেন।
৫। গরু কোথায় চরে?
গরু মাঠে চরে।
৬। রাখাল কী করেন?
রাখাল বাঁশী বাজান।
৭। সকলের মুখে হাসি কেন?
খেত ভরা ধান দেখে সকলের মুখে হাসি।










