নানা রঙের ফুলফল

story telling বাক্য রচনা

নিচে দুটি ফুল ও ফলের ছবি আঁকি ও তিনটি করে বাক্য লিখি। বাক্যগুলো সবাইকে পড়ে শোনাই। উদাহরণটি দেখি।

কৃষ্ণচূড়া


আমাদের বাড়ির সামনে একটি কৃষ্ণচূড়া গাছ আছে। বসন্তে গাছটি ফুলে ফুলে ভরে উঠে। দুপুরের ঝলমলে রোদে লাল রঙের কৃষ্ণচূড়া ফুল দেখতে ভাল লাগে।

আম


আম খেতে আমার খুব ভাল লাগে। আম খেতে মিষ্টি। গ্রীষ্মের ছুটিতে নানাবাড়ি গেলে আমরা গাছ থেকে আম পেড়ে খাই।