নানা রঙের ফুলফল

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। সাদা রঙের ফুলের নাম বলি।

বেলী, কামিনী, হাসনাহেনা, শিউলি, রজনীগন্ধা ইত্যাদি সাদা রঙের ফুল।

২। কাঁচা আমের রং কী হয়?

কাঁচা আমের রং সবুজ।

৩। তরমুজের ভিতরে কী রং হয়?

তরমুজের ভিতরের রং লাল।

৪। কোন ফুল বিলে ফোটে?

শাপলা ফুল বিলে ফোটে।

৫। কোন কোন ফুলে গন্ধ নাই?

টগর ও কাশফুলে কোন গন্ধ নাই।