Your score

0

ক্রমবাচক সংখ্যা (অধ্যায় ১.৬)

story telling শিখি

যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি , তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি ।

গণনাকারী সংখ্যা

এক

দুই

তিন

চার

পাঁচ

ক্রমবাচক সংখ্যা

প্রথম

দ্বিতীয়

তৃতীয়

চতুর্থ

পঞ্চম

সংক্ষিপ্ত রুপ

১ম

২য়

৩য়

৪র্থ

৫ম

গণনাকারী সংখ্যা

ছয়

সাত

আট

নয়

দশ

ক্রমবাচক সংখ্যা

ষষ্ঠ

সপ্তম

অষ্টম

নবম

দশম

সংক্ষিপ্ত রুপ

৬ষ্ঠ

৭ম

৮ম

৯ম

১০ম

মনে রাখতে হবে, সাতজন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন ।

একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও ৫ জন শিক্ষার্থী আছে । লাইনে কত জন শিক্ষার্থী আছে ?