মোবাইল ফোন

পড়ি ও লিখি

মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে লিখি।

সংখ্যাবাচক শব্দ লিখি।

এই লেখায় 'প্রথম', 'দ্বিতীয়' এরকম শব্দ রয়েছে। এগুলো হলো সংখ্যাবাচক বা ক্রমবাচক বিশেষণ। এভাবে আরও কয়েকটি শব্দ লিখি। নিচের উদাহরণ দেখি।

সংখ্যাবাচক বিশেষ্য

ক্রমবাচক বিশেষণ

এক

প্রথম

দুই

দ্বিতীয়

তিন

তৃতীয়

চার

চতুর্থ

পাঁচ

পঞ্চম

ছয়

ষষ্ঠ

সাত

সপ্তম

আট

অষ্টম

নয়

নবম

দশ

দশম

আমার পরিবার মোবাইল ফোনের সাহায্যে কী কী সুবিধা পায় তা লিখি।

প্রদত্ত ক্রিয়াপদের চলিত রূপ লিখি।

প্রদত্ত ক্রিয়াপদ

চলিত রূপ

করিত

পাঠাইয়া

থাকিত

করিয়াছে

ভুলিবেন

নিচের শব্দগুলোর দুইটি করে সমার্থক শব্দ লিখি।

প্রদত্ত শব্দ

সমার্থক শব্দ

পৃথিবী

যুদ্ধ

কৌশল

বিখ্যাত

উদ্ভাবন

সীমিত

“বর্তমান যুগে মোবাইল ফোন ব্যবহারে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে।” উক্তিটি যুক্তির সাথে নিজের ভাষায় ব্যাখ্যা করি।