পুষ্টিকর খাবার
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। শান্তা আজ কেন অনেক খুশী?
শান্তা আজ অনেক খুশি কারণ তাঁর খালামণি আজ বাসায় এসেছে।
২। শান্তা শাকসবজী ও ফলমূল কেন খেতে চাইতো না?
শান্তার কাছে শাকসবজি ও ফলমূল বিস্বাদ মনে হতো। সে জানতো না যে পুষ্টিকর খাবার খেতে অনেক মজার এবং তা স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। তাই শান্তা শাকসবজী ও ফলমূল খেতে চাইতো না।
৩। প্রতিদিন শাকসবজী ও ফলমূল কেন খেতে হবে?
শাকসবজি ও ফলমূলের রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ভিটামিন যা আমাদের সুস্থ থাকার জন্য রোগ-জীবাণুর সাথে লড়াই করতে সাহায্য করে এবং আমাদের সুস্থ্য রাখে।
৪। দোকানের খাবার কেমন করে তৈরি করা হয়?
দোকানের খাবার তৈরিতে একই তেল বারবার ব্যবহার করা হয় এবং দোকানের খাবার তৈরীর পরিবেশও অনেক নোংরা - অপরিচ্ছন্ন যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
৫। পাকোড়া কী দিয়ে তৈরি করা হয়?
পাকোড়া বিভিন্ন শাক সবজি দিয়ে তৈরি করা হয়।
৬। খালামণি শান্তাকে বাইরে থেকে আসার পরে কী করতে বলল?
খালামণি শান্তাকে বাইরে থেকে আসার পর সাবান দিয়ে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসতে বলল।
৭। শান্তা বাবাকে কী কথা দিল?
শান্তা বাবাকে কথা দিলো সে বাইরের অস্বাস্থ্যকর খাবার আর খাবে না। এখন থেকে বাড়িতে বানানো স্বাস্থ্যকর খাবারই খাবে।








