ময়নামতির শালবন বিহার

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

প্রাণকেন্দ্র স্তুপ দুর্লভ বিশাল বিহার সুপ্রাচীন

ক) ময়নামতি ছাড়াও আমাদের দেশে আরও

রয়েছে।

খ) আমাদের দেশে

মঠ রয়েছে।

গ) টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার

হয়ে আছে।

ঘ) আকাশ অনেক

ঙ) ঢাকা বাংলাদেশের

চ) জাদুঘরে অনেক

জিনিস দেখতে পাওয়া যায়।

সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।

ক। বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন-

বৌদ্ধ বিহারে

পাহাড়পুরে

বদলগাছিতে

জামালপুরে

খ। ময়নামতি বিহারটিতে কতটি কক্ষ রয়েছে?

১১৫টি

১২০টি

১৫৫টি

১৬০টি

গ। দেব বংশের চতুর্থ রাজার নাম ছিল-

শান্তিদেব

বীরদেব

আনন্দদেব

ভবদেব

বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি।

শালবন বিহার একটি সুপ্রাচীন

১৫৫টি কক্ষ

ভিক্ষুগণ সেখানে

ভবদেব মহাবিহার।

শালবন বিহারের আরেক নাম

কেন্দ্রীয় মন্দির

বিহারের রয়েছে সর্বমোট

ধর্মচর্চা করতেন

বিহার অঙ্গনের ঠিক মাঝে

বৌদ্ধবিহার

কর্ম-অনুশীলন

খ। ময়নামতির 'শালবন বিহার' দিয়ে ৫টি বাক্য লিখি।