ময়নামতির শালবন বিহার
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। শালবন নামটা কীভাবে হলো?
শালবন বিহারের পাশেই বিশাল এলাকাজুড়ে রয়েছে একটি বন। একসময় এই বনটিতে ছিল প্রচুর পরিমানে শাল-গজারি বৃক্ষ। একারণেই এই বিহারটির নামকরণ করা হয়েছিলো শালবন বিহার।
২। শালবন বিহার কতবছর আগে নির্মাণ করা হয়েছে?
সপ্তম - অষ্টম খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে দেববংশের চতুর্থ রাজা ভবদেব শালবন বিহার নির্মাণ করেছিলেন।
৩। বিহারটির মাঝখানে কী আছে?
বিহাটির ঠিক মাঝখানে ছিল কেন্দ্রীয় মন্দির এবং মূল মন্দিরের চারপাশে রয়েছে ছোট ছোট ১২টি মন্দির ও ৮টি স্তুপ উন্মোচিত ছিল।
৪। বিহারটির ধ্বংসাবশেষ হতে কী কী পাওয়া গেছে?
মন্দির ও মন্দিরের আশে-পাশে কয়েক দফা প্রত্নতাত্তিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়া মাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, নকশাকৃত ইটসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতত্ত পাওয়া গিয়েছে। খননের মাধ্যমে যে বিপুল পরিমান প্রত্নতত্ত পাওয়া গিয়েছে তা পার্শবর্তী জাদুঘরে সঞ্চিত রয়েছে।








