- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - বাংলাদেশের প্রকৃতি
- পাঠ ২ - পালকির গান
- পাঠ ৩ - বড় রাজা ছোট রাজা
- পাঠ ৪ - বাংলার খোকা
- পাঠ ৫ - মুক্তির ছড়া
- পাঠ ৬ - আজকে আমার ছুটি চাই
- পাঠ ৭ - বীরশ্রেষ্ঠর বীরগাথা
- পাঠ ৮ - মহীয়সী রোকেয়া
- পাঠ ৯ - নেমন্তন্ন
- পাঠ ১০ - মোবাইল ফোন
- পাঠ ১১ - আবোল-তাবোল
- পাঠ ১২ - পুষ্টিকর খাবার
- পাঠ ১৩ - মোদের বাংলা ভাষা
- পাঠ ১৪ - বাওয়ালিদের গল্প
- পাঠ ১৫ - পাখির জগৎ
- পাঠ ১৬ - কাজলা দিদি
- পাঠ ১৭ - বাবুর্চি আবদূর রহমান
- পাঠ ১৮ - মা
- পাঠ ১৯ - ঘুরে আসি সোনারগাঁও
- পাঠ ২০ - বীরপুরুষ
- পাঠ ২১ - ময়নামতির শালবন বিহার
- পাঠ ২২ - লিপির গল্প
- পাঠ ২৩ - খলিফা হযরত উমর (রা)
- Home
- Elements
আজকে আমার ছুটি চাই
জেনে নিই
জেনে নিই।
ক। চিঠি কয়েক রকম হতে পারে। যেমন- ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধ পত্র বা আবেদন পত্র ইত্যাদি।
খ। চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে। যেমন-
১। যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ
২। সম্বোধন বা সম্ভাষণ
৩। মূল বক্তব্য (ভেতরে যে কথাগুলো থাকে)
৪। বিদায় সম্ভাষণ (পত্রের ইতি টানা)
৫। প্রেরকের (যে চিঠি পাঠাচ্ছে তার নাম ও ঠিকানা)
৬। প্রাপকের (যে চিঠি পাবে তার) নাম ও ঠিকানা
গ। চিঠি চলিত ভাষাতেই লেখা উচিৎ।
জেনে নিই।
লিখল, দেবে, করছে, দেখবে, আসব, পারছি, লিখব, করলেন, জানতে - এগুলো সবি চলিত ভাষার ক্রিয়াপদ, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়।








