আজকে আমার ছুটি চাই

জেনে নিই

জেনে নিই।

ক। চিঠি কয়েক রকম হতে পারে। যেমন- ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধ পত্র বা আবেদন পত্র ইত্যাদি।

খ। চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে। যেমন-

১। যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ
২। সম্বোধন বা সম্ভাষণ
৩। মূল বক্তব্য (ভেতরে যে কথাগুলো থাকে)
৪। বিদায় সম্ভাষণ (পত্রের ইতি টানা)
৫। প্রেরকের (যে চিঠি পাঠাচ্ছে তার নাম ও ঠিকানা)
৬। প্রাপকের (যে চিঠি পাবে তার) নাম ও ঠিকানা

গ। চিঠি চলিত ভাষাতেই লেখা উচিৎ।

জেনে নিই।

লিখল, দেবে, করছে, দেখবে, আসব, পারছি, লিখব, করলেন, জানতে - এগুলো সবি চলিত ভাষার ক্রিয়াপদ, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়।