আজকে আমার ছুটি চাই
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। শাহীন কেন চিঠি লিখেছিল?
হঠাৎ শাহীনের ছোট বোন অসুস্থ হয়ে যায়। কিন্তু এই সময় তাঁর বাবাও বাড়ি ছিলেন না। তাই স্কুলে যেতে না পারায় শাহীন চিঠি লিখেছিল।
২। শাহীন কাকে কাকে চিঠি লিখেছিল?
শাহীন দুই জনের কাছে চিঠি লিখেছিল। একজন তাঁর শ্রেণি শিক্ষক জনাব লতিফ সাহেবকে। অন্যজন হলো তাঁর ক্লাসের বন্ধু শেখরকেচিঠি লিখেছিল।
৩। বন্ধু শেখরকে কেন শাহীন চিঠি লিখেছিল?
শাহীন তাঁর বন্ধু শেখরকে চিঠি লিখেছিল।
৪। চিঠি লেখার ফলে শাহীনের কী লাভ হয়েছিল?
চিঠির মাধ্যমে শ্রেণি শিক্ষক তাঁর অসুবিধার কথা জানতে পারে এবং শাহীনকে একদিনের ছুটি দেয়। এই চিঠি লেখার ফলেই শাহীন নিজের সমস্যার সমাধান করতে পারলো।
৫। চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে?
চিঠিতে সাধারণত ৬টি অংশ থাকে। এগুলো হলো-
১। যেখান থেকে চিঠিটি লেখা হচ্ছে সেখানকার ঠিকানা ও চিঠি লেখার তারিখ,
২। সম্বোধন বা সম্ভাষণ,
৩। মূল বক্তব্য,
৪। বিদায় সম্ভাষণ,
৫। প্রেরকের নাম ও ঠিকানা,
৬। প্রাপকের নাম ও ঠিকানা।
১। যেখান থেকে চিঠিটি লেখা হচ্ছে সেখানকার ঠিকানা ও চিঠি লেখার তারিখ,
২। সম্বোধন বা সম্ভাষণ,
৩। মূল বক্তব্য,
৪। বিদায় সম্ভাষণ,
৫। প্রেরকের নাম ও ঠিকানা,
৬। প্রাপকের নাম ও ঠিকানা।
৬। চিঠি যিনি পাবেন তাকে কি বলা হয়?
চিঠি যিনি পাবেন তিনি হলেন প্রাপক। আজকে আমার ছুটি চাই গল্পে শ্রেণি শিক্ষক লতিফ সাহেব হলেন প্রাপক।
৭। চিঠি যিনি পাঠান তাকে কি বলা হয়?
চিঠি যিনি পাঠান তাঁকে বলা হয় প্রেরক। আজকে আমার ছুটি চাই গল্পে শাহীন হলো প্রেরক।
৮। চিঠি কোন ভাষাতে লেখা উচিত?
চিঠি সাধারণত চলিত ভাষাতেই লেখা উচিত।
৯। ব্যক্তিগত চিঠি কে কাকে লিখেছিল?
চিঠি বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমনঃ ব্যক্তিগত, পারিবারিক, নিমন্ত্রণপত্র, ব্যবসায়িক পত্র, দাপ্তরিক চিঠি ইত্যাদি। আজকে আমার ছুটি চাই গল্পে শাহীন তাঁর বন্ধু শেখরকে ব্যক্তিগত চিঠি লিখেছিল।
১০। চিঠির খামের উপর কি কি লেখা থাকে?
চিঠির খামের উপর বামপাশে পত্র প্রেরকের নাম ও ঠিকানা এবং ডান পাশে যে পত্র পাবে অর্থাৎ, পত্র প্রাপকের নাম ও ঠিকানা লেখা থাকে।








