- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
- ঘরের ভিতরের শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি
- বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলাই
- ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক) তারা বুঝতে পারে যে, তাদের পরাজয়
।
খ) দেশের ভিতরে
জীবন যাপন করতে করতে প্রাণ দেন।
গ) পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও
মানুষদের।
ঘ) মুক্তিযুদ্ধে শহিদরা মহান
হিসাবে চিরস্মরণীয়।
ঙ) পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা
হত্যা করে নিদ্রিত মানুষকে।
চ) অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শনশাস্ত্রের
শিক্ষক।
ছ)
কিছু লোকজন যোগ দেয় ওইসব বাহিনীতে।
জ) রাজাকার বাহিনী এদেশের অনেক
চিন্তাবিদদের হত্যা করে।
বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়ি ও লিখি।
বরণ করার যোগ্য
মেধাবী
মেধা আছে এমন যে জন
নিরহংকার
অহংকার নেই যার
বরেণ্য
বিচার-বিবেচনা ছাড়া যা
অপূরণীয়
কোনোভাবেই পূরণ করা যায় না এমন
নির্বিচার
নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি
অধ্যাপক
ঘুমিয়ে আছেন যিনি
আত্মদানকারী
অধ্যাপনা করেন যিনি
ঘুমন্ত
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে?
১৯৭১ সালের সাতাশে মার্চ
১৯৭১ সালের পঁচিশে মার্চ
১৯৭১ সালের ঊনত্রিশে মার্চ
১৯৭১ সালের ছাব্বিশে মার্চ
খ। প্রতিবছর ১৪ই ডিসেম্বর পালন করা হয়-
‘স্বাধীনতা দিবস’ হিসেবে
‘মাতৃভাষা দিবস’ হিসেবে
‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে
‘বিজয় দিবস’ হিসেবে
গ। দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়-
মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঢাকার বুড়িগঙ্গা নদীতে
সংবাদপত্র অফিসে








