- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
প্রশ্ন উত্তর
নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
১। ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কী করেছিল?
২। রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি।
তাদের কর্মকাণ্ড : পাকিস্তানি সেনারা এদেশের সব রাস্তাঘাট ভালােভাবে চিনত না। রাজাকার ও আলবদর বাহিনী পাকিস্তানি সেনাদের তা চিনতে সহযােগিতা করে। তারা এদেশের মানুষদের হত্যা করতে সহায়তা করে। পাকিস্তানি সেনাদের সঙ্গে তারাও এদেশের মেধাবী, বরেণ্য, আলােকিত ব্যক্তিসহ নিরীহ বাঙালিদের হত্যা করতে মেতে ওঠে। রাজাকার-আলবদররা পাকিস্তানি সেনাদের সহযােগিতা না করলে তারা বাঙালির এত বড় ক্ষতি করতে পারত না। রাজাকার-আলবদররা এদেশের সঙ্গে বেইমানি করেছে, তারা বিশ্বাসঘাতক।
৩। কোন শহিদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তাঁর সম্পর্কে বলি ও লিখি।
৪। শহিদ সাবের কে ছিলেন? তিনি কীভাবে শহিদ হন?
৫। রণদাপ্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়?
৭। দুজন শহিদ সাংবাদিকের নাম বলি ও তাঁরা কোথায় কীভাবে শহিদ হন সে সম্পর্কে লিখি।
৮। আমরা কেন চিরদিন শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করব?
৯। কোন দিনটিকে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়? কেন?
এ দিনটিকে পালন করার কারণ : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা এদেশের মেধাবী, বরেণ্য ও আলােকিত মানুষদের হত্যা করার ষড়যন্ত্র করে। যখন তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা সে যড়যন্ত্র বাস্তবায়ন করে। সে কারণে তাদের সেনারা ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর অধ্যাপক মুনীর চৌধুরী, মােফাজ্জল হায়দার চৌধুরী, আনােয়ার পাশা, সন্তোষচন্দ্র ভট্টাচার্য, গিয়াসউদ্দিন আহম্মদ, লেখক-সাংবাদিক শহীদুল্লা কায়সার, সাংবাদিক সিরাজুদ্দীন হােসেনসহ বহু বরেণ্য বাঙালিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এ হত্যার ফলে এদেশের অপূরণীয় ক্ষতি হয়। তাঁদের স্মরণে তাই প্রতি বছর ডিসেম্বর মাসের ১৪ তারিখ ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।
১০। আমরা কীভাবে শহিদদের ঋণ শোধ করতে পারি?
১১। আমরা শহিদ মিনারে ফুল দিতে যাই কেন?
১২। পাকিস্তানিরা বাঙালিদের উপর হত্যাকা- চালানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী করেছিল?
১. পুরাে দেশে বিভিন্ন পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি ও
২. তালিকা অনুযায়ী এদেশে মেধাবী ও বরেণ্য মানুষদের হত্যা করা।
১৩। মুক্তিযুদ্ধে দেশের সাধারন মানুষ মুক্তিযোদ্ধাদের কীভাবে সাহায্য করেছিল?
অল্প কথায় উত্তর দেই।
১। কারা জাতির শ্রেষ্ঠ সন্তান?
২। পাকিস্তানি বাহিনী আলতাফ মাহমুদকে হত্যা করেছিল কেন?
৩। পাকিস্তানিদের বিশেষ হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী?
৪। আমরা বিজয় অর্জন করেছিলাম কীভাবে?
৫। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন কেন?








