আমার বাংলা বই

প্রশ্ন উত্তর

নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

১।  গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা?

গ্রাম বাংলার নদী, নদীর জোয়ার, সারি সারি নৌকার ছবি আমাদের চেনা।

২।  কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?

নদী, নদীর জোয়ার, নদীতে সারে সারে নৌকা বাঁধা, একটি ছেলে আপন মনে নদীর ধারে বসে থাকা নদীর এক তীরে একটি জারুল গাছে দুটি হলুদ পাখি বসে থাকা - এসব নিয়ে গ্রামবাংলার যে ছবি তা টাকা দিয়ে কেনা যায় না।

৩।  স্বদেশ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়?

অন্তহীন মাঠ, নানা কাজের নানান বেশের মানুষ, মাঠের মানুষের মাঠে যাওয়া আর হাটের মানুষের হাটে যাওয়া দেখে ছেলেটির দিন কেটে যায়।

৪।  ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?

প্রকৃতি ও জনজীবন নিয়ে আমাদের দেশের যে ছবি সেটিকে কবি ‘সব মিলে এক ছবি’ বলেছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীতে জোয়ার আসে, নদীর ঘাটে সারে সারে নৌকা বাঁধা থাকে। নদীর দুই তীরে নানা রকম গাছপালা। সে গাছে সারাদিন পাখিরা ডাকে। এ দেশে রয়েছে দিগন্তজোড়া মাঠ। নানান কাজের নানান বেশের মানুষ বাস করে এই দেশে। এই বাড়ি, বাগান, মাঠ, ফসল, পাখপাখালি মিলে যে ছবি সেটিকে কবি ‘সব মিলে এক ছবি’ বলেছেন।

৫।  কবির ছবি আঁকতে রং তুলি লাগে না কেন?

বাংলার জীবন ও প্রকৃতি মিলিয়ে যে ছবি তা অপরূপ সুন্দর। বাংলার প্রকৃতির এই ছবি কবির মনের মধ্যে আঁকা। তাই কবির ছবি আঁকতে কোনো রং তুলি লাগে না।

৬।  কী দেখে মনে হয় মাঠের পরে মাঠ চলেছে?

আমাদের এই বাংলাদেশে অবারিত ফসলের খেত, খোলা সবুজ মাঠ, তারপর গ্রাম, তারপর গ্রাম, তারপর আবার মাঠ চলেছে, কোথাও আর শেষ নেই।

অল্প কথায় উত্তর দেই।

১।  দেশকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

দেশকে ছবির সাথে তুলনা করা হয়েছে।

২।  ছবির মতো দেশ বলতে কী বোঝানো হয়েছে?

নদী, নালা, পাহাড়, সমুদ্র সব মিলিয়ে আমাদের এই দেশ ছবির মতো।

৩।  দেশের মাটি নানা রকম বেশ ধারণ করেছে কীভাবে?

প্রকৃতির রং বদলের মাধ্যমে।

৫।  কারা নানান বেশে আছে?

নানান কাজের মানুষ নানান বেশে আছে।