- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
- ঘরের ভিতরের শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি
- ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই
- উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ
- মিল করি
- কর্ম-অনুশীলন
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক)
বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে।
খ) বরকে কি আপনি
বলেন?
গ) একটা লোক
জল জল করছে, তবু জল খেতে পায় না।
ঘ) পথিক ক্লান্ত হয়ে অবশেষে
ওপর বসে পড়ল।
ঙ) নোংরা জলের ভিতর কী আছে তা
করে বলা যাবে।
চ)
লোকটিকে দেখলেই ভয় লাগে।
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। অবাক জলপান কোন ধরনের রচনা?
নাটিকা
ছোটগল্প
প্রবন্ধ
উপন্যাস
খ। পথিক ঝুড়িওয়ালার কাছে কী চেয়েছিল?
কাঁচা আম
জল
জলপাই
পাকা আম
গ। কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল?
ডিপথেরিয়া
আমাশয়
জলাতঙ্ক
টাইফয়েড
ঘ। পথিক কয়জনের কাছে খাবার জল চেয়েছিল?
৪ জন
৩ জন
২ জন
৫ জন
ঙ। বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের কথা বলতে চেয়েছিল?
পঁচিশ
ত্রিশ
দশ
সাতাশ
চ। পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল?
বালক
মামা
ঝুড়িওয়ালা
বৃদ্ধ
ছ। নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রে কাকে দেখানো হয়েছে?
ঝুড়িওয়ালা
বৃদ্ধ
বালক
মামা
কর্ম-অনুশীলন।
শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণিতে ধারাবাহিকভাবে অভিনয় করি।
নিচের উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করি।
শব্দ |
শব্দার্থ |
| বৃষ্টি | বাদল |
| তেষ্টা | তৃষ্ণা |
| পানিবিদ্যা | পানিবিষয়ক জ্ঞান |
| নোংরা | অপরিষ্কার |
| আপত্তি | অমত |
ক) আমার ভীষণ
পেয়েছে।
খ) রিফাত
বিষয়ে পড়ালেখা করেছে।
গ)
পানি পান করে সবাই কলেরা রোগে আক্রান্ত হয়েছে।
ঘ) প্রচণ্ড
জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
ঙ) পাকিস্তানিরা উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করতে চাইলে বাঙালিরা
জানায়।
ডান পাশের সাথে বাম পাশের মিল করি
দেখে ভয় লাগে এমন শুকনো চেহারা
তৃষ্ণার্ত
কৃতিত্বের গৌরব
বাচাল
তৃষ্ণায় কাতর যিনি
রুক্ষমূর্তি
বেশি কথা বলে যে
বিজ্ঞানী
বিজ্ঞান চর্চা করেন যিনি
বাহাদুরি








