আমার বাংলা বই

পড়ি ও লিখি

কথাগুলো বুঝে নিই।

ধপাস করে পড়া

হঠাৎ ধপ করে পড়া। ট্রাক থেকে চালের বস্তাটি ধপাস করে পড়ে গেল।

মুখ থুবড়ে পড়া

উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। ছেলেটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল।

গপগপিয়ে খাওয়া

একসঙ্গে বেশি খাবার মুখে পুরে দ্রুত খাওয়া। সে গপগপিয়ে সবভাত খেয়ে ফেলল।

দুই সের

আমাদের দেশে আগে ওজন মাপের জন্য ‘সের ব্যবহার করা হতো। ১ সের পরিমাণ বর্তমান মাপে ১ কেজির কিছু কম ( প্রায় ০.৯৩৫ কেজি)। ১ কেজি = ১.০৭ সের (প্রায়)।