আমার বাংলা বই

প্রশ্ন উত্তর

নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

১।  রুমার জন্মদিনের গল্পটি কী?

রুমা-রুবা দুই বােন। দুই বােনের জন্মদিন নিয়ে ওদের বাবামার কাছে একটি গল্প আছে। রমার জন্মদিনের গল্পটি হলাে, যেদিন রমার জন্ম হয় সেদিন ওদের। বাড়ির উঠানের শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছিল । এত ফুল। ওদের মা আর কখনাে দেখেনি। ফুলের মিষ্টি গন্ধে বাড়ির চারদিক ভরে গিয়েছিল।

২।  রুবার জন্মদিনের গল্পটি কী?

রুমার আর রুবা দুই বােন। রুমা বড় আর রুবা ছােট। রুমার। | মতাে ওদের বাবা-মার কাছে রুবার জন্মদিনের একটি গল্প আছে।যেদিন রুবার জন্ম হয় সেদিন ওর বাবা বাড়ির বাইরের জয় গাছটার নিচে বসে ছিল। হঠাৎ সে মাথার উপর তাকিয়ে দেখে বােলে ভরে আছে গাছটা। এত বােল আগে কোনােদিনই দেখেনি। সে। বােলের গন্ধে চারদিক ভরে ছিল।

৩।  রাহেলাবানু প্রতিদিন দুই মুঠো চাল উঠিয়ে রেখে দিত কেন?

রাহেলা বানু প্রতিদিন রান্নার সময় দু-মুঠো চাল মাটির কলসিতে উঠিয়ে রাখত রাতে কোনাে মুক্তিযােদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে। বলে । সত্যিই একদিন গভীর রাতে দুজন মুক্তিযােদ্ধা আসে ওদের বাড়িতে। রাহেলা বানু সেই জমানাে চাল দিয়ে তাদের জন্য ভাত রান্না করে।

৪।  গভীর রাত পর্যন্ত দুই বোন কেন জেগে থাকত?

কোনাে না কোনাে মুক্তিযােদ্ধা আবার ওদের বাড়িতে। আসবে। এসে ওদের দরজা খােলার জন্য ডাকবে। এই অপেক্ষায়। দুই বােন গভীর রাত পর্যন্ত জেগে থাকত।

৫।  মুক্তিযোদ্ধাদের সাথে জসীম মিয়ার পরিবারের সম্পর্কটি ব্যাখ্যা কর।

জসীম মিয়ার সূত্রে মুক্তিযােদ্ধারা রুমা-রুবাদের বাড়িতে যাওয়া-আসা করে। তারা রাহেলা বানুকে মা বলে সম্বােধন করে। রাহেলা বানুও নিজ সন্তানের মতােই ওদের স্নেহ করে। তাদের জন্য চাল জমিয়ে রাখে যেন ক্ষুধার্ত হয়ে এলে তাদের ভাত রান্না করে দিতে পারে। মুক্তিযােদ্ধারা আসে, ভাত খায়, নয়তাে একটু ঘুমিয়ে নেয়। মুক্তিযােদ্ধারা যেন ওদের পরিবারেরই সদস্য ছিল।

৬।  “আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি। অনেক বড় হ মা।”- “অনেক বুদ্ধি” এবং “বড় হ” বলতে তুমি কী বোঝ?

“আমার মেয়েগুলাের অনেক বুদ্ধি । অনেক বড় হ মা ।" এখানে “অনেক বুদ্ধি' বলতে আমি বুঝি মানুষের স্বাভাবিক বুদ্ধি বা বিচক্ষণ ক্ষমতা। আর বড় হ' বলতে বুঝি লেখাপড়া শিখে বড় মানুষ হওয়া।

৭।  একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার জন্য কী কী যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার?

একজন মুক্তিযােদ্ধার যুদ্ধ করার জন্য যেসব যােগ্যতা ও দক্ষতা থাকা দরকার, তা নিচে তুলে ধরা হলাে:
মুক্তিযুদ্ধ করার জন্য সর্বপ্রথম যােগ্যতা হলাে অকৃত্রিম দেশপ্রেম। মুক্তিযােদ্ধাকে দেশের জন্য জীবন উৎসর্গ করার মতাে মানসিক শক্তির অধিকারী হতে হবে। একজন মুক্তিযােদ্ধাকে অবশ্যই অস্ত্র | চালনায় দক্ষ হতে হবে। যেকোনাে ধরনের পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। যে ভীরু, কাপুরুষ সে কখনাে মুক্তিযােদ্ধা হতে পারে না। স্বার্থপর ব্যক্তি কখনাে মুক্তিযােদ্ধা হতে পারে না।

৮।  মিলিটারিরা চলে গেলে রাহেলা কী করে? তাঁদের বাড়িতে আগুন লাগেনি কেন?

মিলিটারিরা চলে গেলে রাহেলা মেয়েদের নিয়ে বাড়ি ফিরে আসে। তাদের ঘরের চাল একটা বড় আমগাছ আড়াল করে রেখেছিল বলে তাদের বাড়িতে আগুন লাগেনি।

৯।  জসীম মিয়া কেন গ্রামে মুক্তিবাহিনী গড়ে তোলে?

জসিম মিয়া গ্রামে মুক্তিবাহিনী গড়ে তুলেছিল মিলিটারিদের আক্রমণ থেকে গ্রামকে রক্ষা করার জন্য। সে শহর থেকে আসা ছেলেদের কাছে রাইফেল চালানো শিখে গ্রামে মুক্তিবাহিনী গড়ে তুলেছিল।

১০।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মূল কোথা কী ছিল?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মূল কথা কী ছিল - ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

অল্প কথায় উত্তর দেই।

১।  জসীম কীভাবে মুক্তিবাহিনী গড়ে তোলে?

জসিম শহর থেকে আসা ছেলেদের কাছে রাইফেল চালানো শিখে মুক্তিবাহিনী গড়ে তোলেন।

২।  মুক্তিযোদ্ধাদের দেরি করার সময় নেই কেন?

অন্য মুক্তিযোদ্ধারা ঘাটে নৌকা নিয়ে অপেক্ষা করছেন। তাঁদের জন্য মুক্তিযোদ্ধাদের দেরি করার সময় নেই।

৩।  জসীম মিয়া কীভাবে মারা যায়?

বাজারে গিয়ে জসিম মিলিটারির সামনে পড়ে যায়। তাদের ছোঁড়া একটি গুলি আসে জসিমের বুকে লাগে এবং জসিম নিহত হন।

৪।  মুক্তিযোদ্ধাদের জন্য খাবারের কী ব্যবস্থা করা হয়?

মুক্তিযোদ্ধাদের খাবারের জন্য গরম ভাত এবং দিম-আলুর তরকারির ব্যবস্থা করা হয়।

৫।  রুমা ও রুবার স্বভাব কেমন ছিল?

রুমা ও রুবার স্বভাব ছিল খুবই ভালো। তারা মিলেমিশে থাকত, কখনো ঝগড়া করত না।

৬।  জসীম মিয়া তাঁর মেয়েদের কপালে চুমু দিয়ে কী বলে?

জসীম মিয়া তাঁর মেয়েদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি।

৭।  জসীম মিয়া বাজার থেকে আসার সময় কী শুনতে পায়?

জসীম মিয়া বাজার থেকে আসার সময় শুনতে পায়, বিবিসির খবরে বলছে- ঢাকা শহরে গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

৮।  রুমা ও রুবার মতে মুক্তিযুদ্ধ কী?

রুমা ও রুবার মতে মুক্তিযুদ্ধ মানে বাবার মরে যাওয়া।