- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
প্রশ্ন উত্তর
নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
১। রুমার জন্মদিনের গল্পটি কী?
২। রুবার জন্মদিনের গল্পটি কী?
৩। রাহেলাবানু প্রতিদিন দুই মুঠো চাল উঠিয়ে রেখে দিত কেন?
৪। গভীর রাত পর্যন্ত দুই বোন কেন জেগে থাকত?
৫। মুক্তিযোদ্ধাদের সাথে জসীম মিয়ার পরিবারের সম্পর্কটি ব্যাখ্যা কর।
৬। “আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি। অনেক বড় হ মা।”- “অনেক বুদ্ধি” এবং “বড় হ” বলতে তুমি কী বোঝ?
৭। একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার জন্য কী কী যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার?
মুক্তিযুদ্ধ করার জন্য সর্বপ্রথম যােগ্যতা হলাে অকৃত্রিম দেশপ্রেম। মুক্তিযােদ্ধাকে দেশের জন্য জীবন উৎসর্গ করার মতাে মানসিক শক্তির অধিকারী হতে হবে। একজন মুক্তিযােদ্ধাকে অবশ্যই অস্ত্র | চালনায় দক্ষ হতে হবে। যেকোনাে ধরনের পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। যে ভীরু, কাপুরুষ সে কখনাে মুক্তিযােদ্ধা হতে পারে না। স্বার্থপর ব্যক্তি কখনাে মুক্তিযােদ্ধা হতে পারে না।
৮। মিলিটারিরা চলে গেলে রাহেলা কী করে? তাঁদের বাড়িতে আগুন লাগেনি কেন?
৯। জসীম মিয়া কেন গ্রামে মুক্তিবাহিনী গড়ে তোলে?
১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মূল কোথা কী ছিল?
অল্প কথায় উত্তর দেই।
১। জসীম কীভাবে মুক্তিবাহিনী গড়ে তোলে?
২। মুক্তিযোদ্ধাদের দেরি করার সময় নেই কেন?
৩। জসীম মিয়া কীভাবে মারা যায়?
৪। মুক্তিযোদ্ধাদের জন্য খাবারের কী ব্যবস্থা করা হয়?
৫। রুমা ও রুবার স্বভাব কেমন ছিল?
৬। জসীম মিয়া তাঁর মেয়েদের কপালে চুমু দিয়ে কী বলে?
৭। জসীম মিয়া বাজার থেকে আসার সময় কী শুনতে পায়?
৮। রুমা ও রুবার মতে মুক্তিযুদ্ধ কী?








