ছয় ঋতুর দেশ

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

নরম মিষ্টি রাত শিষ ঠাণ্ডা উৎসব রঙিন গাঢ় রুপালি সন্ধ্যার সুন্দর ক্ষতি প্রচণ্ড জানমালের গন্ধ রূপ নবান্ন

ক) শিউলি ফুলে

গন্ধ আছে।

খ)

ঘাসে হাঁটতে ভাল লাগে।

গ) শীতকালে

পড়ে।

ঘ) নতুন ধানের

বাতাসে দোলা দেয়।

ঙ) শীতকালে পিঠা

হয়।

চ) পাকা জামের মধুর রসে

করে মুখ।

ছ) বর্ষাকালের

অন্ধকার হয়।

জ) কারো

করা ভাল নয়।

ঝ) রাতের আকাশে

চাঁদ দেখা যায়।

ঞ)

আগেই বাড়ি ফিরে আসব।

ট) গোলাপ খুব

ফুল।

ঠ) বন্যায়

ক্ষতি হয়।

ড)

রোদে ঘুরে পিপাসা পেয়েছে।

ঢ) ফুলের

খুব ভাল লাগে।

ণ) আষাঢ় মাসে আকাশে

মেঘ হয়।

ত) হেমন্তকালে

উৎসব হয়।

থ) বাংলাদেশে একেক ঋতুতে একেক

দেখা যায়।

কোন ঋতু কোন কোন মাস নিয়ে হয় তা ফাঁকা ঘরে লিখি

শীত বর্ষা গ্রীষ্ম বসন্ত হেমন্ত শরৎ

মাস

ঋতু

বৈশাখ - জ্যৈষ্ঠ

আষাঢ় - শ্রাবণ

ভাদ্র - আশ্বিন

কার্তিক - অগ্রহায়ন

পৌষ - মাঘ

ফাল্গুন - চৈত্র

ছবির বাম পাশে ঋতুর নাম লিখি ও ঠিক বাক্যের সাথে দাগ টেনে মিলাই।

শীত বর্ষা গ্রীষ্ম বসন্ত হেমন্ত শরৎ

গাছের পাতা ঝরে
অনেক গরম পড়ে
ব্যাঙ ডাকে ঘ্যাঁঙর ঘ্যাঁঙ
কাশ ফুল ফুটে
মাঠে মাঠে ধান পাকে
শিউলি ফুলের গন্ধে চারিদিক মৌ মৌ করে।

বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরী করি।

রোদ বৃষ্টি
কাঁচা পাকা
শক্ত নরম

ক) বর্ষাকালে

হয়।

খ) হেমন্ত ঋতুতে মাঠে মাঠে ধান

শুরু হয়।

গ) শীতকালে শিশির পড়ে ঘাস

হয়।