ছয় ঋতুর দেশ

story telling বাক্য রচনা

আমার প্রিয় ঋতু সম্পর্কে তিনটি বাক্য লিখি ও সবাইকে পড়ে শোনাই।

শীতকাল আমার প্রিয় ঋতু।

শীতের সকালে কুয়াশা দেখতে আমার ভাল লাগে। শীতের সময় খেজুরের রস ও অন্যান্য উপকরণ দিয়ে নানারকম পিঠা তৈরি করা হয়। শীতকালীন ছুটিতে আমরা নানুবাসায় বেড়াতে যাই।