ছয় ঋতুর দেশ

activities শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

রাত - রাত্রি, রজনী, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত।
রঙিন - রঞ্জিত।
নরম - কোমল, অকঠিন।
মিষ্টি - মধুর মত স্বাদযুক্ত।
শিষ - ধানের শীর্ষভাগ।
উৎসব - আনন্দের অনুষ্ঠান, পর্ব, পার্বণ।
ঠাণ্ডা - শীতল।
রূপ - আকৃতি, মূর্তি।
রুপালি - রুপার মত।
সন্ধ্যা - সাঁঝ।
সুন্দর - ভাল, উত্তম।
ক্ষতি - লোকসান।
জানমাল - জীবন ও জিনিসপত্র।
প্রচণ্ড - ভয়ানক, খুব বেশি।
গন্ধ - ঘ্রাণ, এমন গুন যা নাক দিয়ে অনুভব করা যায়।
গাঢ় - ঘন।
নবান্ন - নতুন ফসলের উৎসব।
সপ্তাহ - সাত দিন।