কাজের আনন্দ

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

বুনি পিলপিল দাঁড়াও দলবল নাচিনাচি কিচিমিচি আহরণ তৃণলতা পিপীলিকা

ক) পিপীলিকা

করে চলে।

খ)

ছেড়ে পাখিটি একা একা উড়ছে।

গ) আমি সোয়েটার

ঘ) মৌমাছি

মধু আহরণ করতে যায়।

ঙ) বন্ধু একবার

আমার জন্য।

চ) পাখি

দিয়ে বাসা বানায়।

ছ) মৌমাছি ফুল থেকে মধু

করে।

জ) চড়ুইগুলো

করে ডাকছে।

ঝ)

সারি বেঁধে চলে।

রেখা টেনে মিল করি।

আনিয়াছি তৃণলতা
খাদ্য খুঁজিতেছি তাই
ছোট পাখি ছোট পাখি
দলবল ছাড়ি একা
শীতের সঞ্চয় চাই
আপনার বাসা আগে বুনি
পিপীলিকা, পিপীলিকা
কিচিমিচি ডাকি ডাকি
দাঁড়াও না
আগে বুনি
যাই মধু
খুঁজিতেছি তাই
আপনার বাসা
সঞ্চয় চাই
খাদ্য
একবার ভাই
শীতের
আহরণে

ছবি দেখি। ঠিক শব্দের সাথে দাগ টেনে মিলাই।

মধু আহরণ
ছয় পায়ে চলি
পাখির বাসা
মৌমাছির বাসা

বাক্য পড়ি। যে কাজটি করে সেই ঘরে টিক চিহ্ন (✓) দিই।

পিঁপড়া

মৌমাছি

পাখি

ক) আমি মধু আহরণ করি।

খ) আমি তৃণলতা আনি।

গ) আমি ছয় পায়ে চলি।

ঘ) আমি কিচিমিচি করে ডাকি।

ঙ) আমি ফুলে ফুলে ঘুরি।

ছবি দেখি। ঠিক শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করি।

কলা জঙ্গলে বাচ্চাদের বানর

ক) আমি হলাম

খ) আমি

থাকি।

গ) আমি

খেতে ভালবাসি।

ঘ) আমি আমার

অনেক ভালবাসি