কাজের আনন্দ
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। নাচিনাচি কে যায়?
মৌমাছি নাচিনাচি যায়।
২। পাখি কী দিয়ে বাসা বুনে?
তৃণলতা দিয়ে পাখি বাসা বুনে।
৩। ছোটপাখি কীভাবে ডাকে?
ছোটপাখি কিচিমিচি ডাকে।
৪। পিপীলিকা কী খুঁজতে যায়?
পিপীলিকা খাদ্য খুঁজতে যায়।
৫। মৌমাছি কোথায় যায়?
মৌমাছি মধু আহরণ করতে বনে যায়।
৬। মৌমাছি কী কাজ করে?
মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে।
৭। পাখি তৃণলতা আনে কেন?
বাসা বুনতে পাখি তৃণলতা আনে।
৮। পিপীলিকা কী সঞ্চয় করে?
পিপীলিকা শীতের খাদ্য সঞ্চয় করে।










