কাজের আনন্দ

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

দাঁড়াও - অপেক্ষা কর।
বুনি - বুনন করি।
পিলপিল - পিঁপড়ের চলা।
দলবল - দলের সবাই।
নাচিনাচি - নেচে নেচে।
মৌমাছি - মধু সংগ্রহকারী পতঙ্গ।
আহরণ - যোগাড়।
কিচিমিচি - পাখির ডাক।
তৃণলতা - ঘাস ও লতা।
পিপীলিকা - পিঁপড়ে।
সঞ্চয় - সংগ্রহ।