- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - আমার পরিচয়
- পাঠ ২ - আগের পাঠ থেকে জেনে নেই
- পাঠ ৩ - ছবির গল্প : কক্সবাজার
- পাঠ ৪ - আমাদের দেশ
- পাঠ ৪ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৫ - বর্ষাকাল
- পাঠ ৬ - আমি হব
- পাঠ ৬ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৭ - জলপরি ও কাঠুরে
- পাঠ ৮ - নানা রঙের ফুলফল
- পাঠ ৯ - আমাদের ছোট নদী
- পাঠ ১০ - নানির হাতের মজার পিঠা
- পাঠ ১১ - ট্রেন
- পাঠ ১২ - দুখুর ছেলেবেলা
- পাঠ ১৩ - প্রার্থনা
- পাঠ ১৩ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ১৪ - খামার বাড়ীর পশুপাখি
- পাঠ ১৫ - ছয় ঋতুর দেশ
- পাঠ ১৬ - মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
- পাঠ ১৭ - কাজের আনন্দ
- পাঠ ১৮ - সবাই মিলে কাজ করি
- Home
- Elements
কাজের আনন্দ
এসো নিজে করি
ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।
মহানবি (স)
শত্রুরা
দল
পরিখা
গড়া
মিলেমিশে
ক)
নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন।
খ) মদিনা শহরে
প্রবেশ করতে পারছিল না।
গ) নবিজি (স) এর কথামতো দশজন করে কয়েকটি দল
হলো।
ঘ) ফুটবল খেলায় মোট এগারোজন নিয়ে
গঠন করা হয়।
ঙ) শহরের চারপাশে
খনন করা হলো।
চ) সবাই
কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়।
রেখা টেনে মিল করি।
পরিখা
শহর
মদিনা
(স)
মাটির
খনন
মহানবি
দশজন
দল
ঝুড়ি
বাক্য শেষে বিরামচিহ্নের ব্যবহার দেখি ও বসাই।
।
?
!
,
:
নবিজি (স) বললেন
আমি তোমাদের মতোই একজন মানুষ
পরিখাটি ছিল অনেক লম্বা
গল্পটি পড়ে তোমার কেমন লাগল
সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়
কখন পরিখা খনন করা হয়










