দুখুর ছেলেবেলা

story telling বাক্য রচনা

নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করি।

মহানবি (স)

বাক্য দেখি

মহানবি (স) আমাদের প্রিয় নবি।

পরিখা

বাক্য দেখি

শত্রুদের প্রতিরোধ করতে শহরের চারপাশে পরিখা খনন করা হল।

শত্রু

বাক্য দেখি

১৯৭১ সালে বাংলাদেশ শত্রুর হাত থেকে মুক্ত হয়।

বাধা

বাক্য দেখি

মা আমাকে কাজটি করতে বাধা দিলেন।

আপত্তি

বাক্য দেখি

সকলে মহানবি (স) কে মাটি কাঁটার কাজ করতে আপত্তি জানালো।

শহর

বাক্য দেখি

আমাদের শহরের শেষ প্রান্তে একটি মাঠ আছে।

কঠিন

বাক্য দেখি

সকলে মিলে কাজ করলে কোন কাজই কঠিন নয়।

প্রবেশ

বাক্য দেখি

নাসিফ প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশের পূর্বে অনুমতি চাইলো।