ƒ আমার বাংলা বই

কাজের আনন্দ

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি ও লিখি।

১। মহানবি হযরত মুহম্মদ (স) কোন শহরে বাস করতেন?

মহানবি হযরত মুহম্মদ (স) মদিনা শহরে বাস করতেন।

২। শত্রুরা কতবার মদিনায় হামলা করে?

শত্রুরা দুইবার মদিনায় হামলা করে।

৩। মহানবি (স) সকলকে কী খনন করতে বললেন?

মহানবি (স) সকলকে পরিখা খনন করতে বললেন।

৪। নবিজি (স) কয়জন করে দল গঠন করতে বললেন?

নবিজি (স) দশজন করে দল গঠন করতে বললেন।

৫। সকলে মাটি কাটা শুরু করলেন কেন?

মহানবি (স) নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। তা দেখে সকলে মাটি কাটা শুরু করলেন।

৬। কে নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন?

মহানবি (স) নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন।

৭। কঠিন কাজও কেন সহজ হয়ে যায়?

সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো বাঁধাই থাকে না। কঠিন কাজও তখন সহজ হয়ে যায়।

৮। শত্রুরা কেন শহরে প্রবেশ করতে পারছিল না?

মহানবি (স) এর পরামর্শে সবাই মিলে শহরের চারপাশে পরিখা খনন করলেন। সকলেই এই ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণেই শত্রুবাহিনীরা শহরে প্রবেশ করতে পারছিল না।

৯। নবিজি (স) কোন দলে যোগ দিয়েছিলেন?

নবিজি (স) এর পরামর্শে দশজন করে দল গঠন করা হয়েছিল। কিন্তু একটি দলে নয়জন কাজ করছিল সে দলে নবিজি নিজে যোগ দিলেন।

১০। সকলে আপত্তি জানালো কেন?

মহানবি (স) মাটি কাটায় অংশগ্রহণ করতে চাইলে সকলে আপত্তি জানায়।