- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - আমার পরিচয়
- পাঠ ২ - আগের পাঠ থেকে জেনে নেই
- পাঠ ৩ - ছবির গল্প : কক্সবাজার
- পাঠ ৪ - আমাদের দেশ
- পাঠ ৪ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৫ - বর্ষাকাল
- পাঠ ৬ - আমি হব
- পাঠ ৬ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৭ - জলপরি ও কাঠুরে
- পাঠ ৮ - নানা রঙের ফুলফল
- পাঠ ৯ - আমাদের ছোট নদী
- পাঠ ১০ - নানির হাতের মজার পিঠা
- পাঠ ১১ - ট্রেন
- পাঠ ১২ - দুখুর ছেলেবেলা
- পাঠ ১৩ - প্রার্থনা
- পাঠ ১৩ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ১৪ - খামার বাড়ীর পশুপাখি
- পাঠ ১৫ - ছয় ঋতুর দেশ
- পাঠ ১৬ - মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
- পাঠ ১৭ - কাজের আনন্দ
- পাঠ ১৮ - সবাই মিলে কাজ করি
- Home
- Elements
আমি হব
এসো নিজে করি
ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।
রেগে
সুয্যি মামা
পোহাবে
বাগে
বেলা
আলসে
সুয্যি
কুসুম
ক) সকাল
বেলা
আমি স্কুলে যাই।
খ) সুয্যি মামা জেগে উঠলে রাত
পোহাবে
।
গ) আমি
আলসে
নই।
ঘ) দুষ্টুমি করলে মা
রেগে
যাবেন।
ঙ)
সুয্যি
পূব আকাশে উঠে।
চ)
সুয্যি মামা
জাগার আগে আমি জেগে উঠব।
ছ) গোলাপ
বাগে
গোলাপ ফুটেছে।
জ) বনে
কুসুম
ফোটে।
বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরী করি।
উপরে
নিচে
সাদা
কালো
রাতে
দিনে
সকাল
বিকাল
ক) আমি স্কুলে
জুতা পরি।
খ) আমি প্রতিদিন
দাঁত ব্রাশ করি।
গ) রাখাল গাছের
বসে আছে।
ঘ) আমরা
বেলা খেলা করি।
ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।
ক) আমি হব
বেলার পাখি
খ) সবার
কুসুমবাগে
গ) উঠব আমি
ঘ)
মামা জাগার আগে
ঙ) উঠব আমি
।
চ) আমরা যদি না
মা
ছ) কেমনে
হবে?
সকাল
বিকাল
পরে
আগে
ডাকি
হাঁকি
চাঁদ
সুয্যি
জেগে
রেগে
জাগি
ডাকি
সকাল
রাত










