আমি হব
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। সুয্যি মামা কখন জেগে উঠে?
সুয্যি মামা সকালে জেগে উঠে।
২। মা আলসে মেয়ে কেন?
কারণ মা অনেক সকালে ঘুম থেকে উঠতে বারণ করেন।
৩। কে ঘুমিয়ে থাকতে বলেন?
মা ঘুমিয়ে থাকতে বলেন।
৪। খোকা কখন ঘুম থেকে ওঠে?
সুয্যি মামা উঠার আগে।










