- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - আমার পরিচয়
- পাঠ ২ - আগের পাঠ থেকে জেনে নেই
- পাঠ ৩ - ছবির গল্প : কক্সবাজার
- পাঠ ৪ - আমাদের দেশ
- পাঠ ৪ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৫ - বর্ষাকাল
- পাঠ ৬ - আমি হব
- পাঠ ৬ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৭ - জলপরি ও কাঠুরে
- পাঠ ৮ - নানা রঙের ফুলফল
- পাঠ ৯ - আমাদের ছোট নদী
- পাঠ ১০ - নানির হাতের মজার পিঠা
- পাঠ ১১ - ট্রেন
- পাঠ ১২ - দুখুর ছেলেবেলা
- পাঠ ১৩ - প্রার্থনা
- পাঠ ১৩ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ১৪ - খামার বাড়ীর পশুপাখি
- পাঠ ১৫ - ছয় ঋতুর দেশ
- পাঠ ১৬ - মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
- পাঠ ১৭ - কাজের আনন্দ
- পাঠ ১৮ - সবাই মিলে কাজ করি
- Home
- Elements
আমি হব
বাক্য রচনা
নিচের উদাহরণ দেখি। উদাহরণের মতো করে শব্দ তৈরী করি ও বাক্য পড়ি।
খেলা
খেলা করা
বাক্য দেখি
আমি বিকেলে খেলা করি।
ওঠা
জেগে ওঠা
বাক্য দেখি
আমি সকালে ঘুম থেকে জেগে উঠি।
পড়া
বই পড়া
বাক্য দেখি
আমি বই পড়ি।
ডাকা
ডেকে ওঠা
বাক্য দেখি
বর্ষাকালে ব্যাঙ ডেকে ওঠে।
হাঁকা
হেঁকে ওঠা
বাক্য দেখি
রাতের বেলা পাহারাদার হেঁকে উঠে।
জাগা
জেগে ওঠা
বাক্য দেখি
রাত জাগা স্বাস্থ্যের জন্য ভাল নয়।
রাগা
রেগে ওঠা
বাক্য দেখি
রাফি রেগে গিয়ে গ্লাসটি ছুড়ে মারল।
হাসা
হেসে ওঠা
বাক্য দেখি
অন্যে কষ্ট পায় এমন ব্যাপার নিয়ে হাসা উচিৎ নয়।
ভাসা
ভেসে ওঠা
বাক্য দেখি
জলে ভাসা শাপলা ফুল দেখতে ভাল লাগে।









