নিজে করি (অধ্যায় ১১)
অনুশীলনী
একটি বিদ্যালয়ের ২য় শ্রেণিতে ৩৪ জন ছাত্র ও ৫১ জন ছাত্রী আছে। ছাত্র- ছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি ? কত বেশি ?
রহিমের ৫৬ টি চকলেট আছে। যদি সে একদিনে ৮ টি চকলেট খায়, তবে কতদিনে সে চকলেটগুলো শেষ করবে ?
সুমন ৪৮ টাকার একটি বই ও ৩৬ টাকার রঙিন কলম কিনল। সে কত টাকা খরচ করল ?
সবিতা একটি বই পড়ছে। যদি সে এক দিনে ৬ পৃষ্ঠা পড়ে, তবে সে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে ?
একজন শিক্ষকের ৪৫ টি সাদা কাগজ আছে। যদি তিনি কাগজগুলো সমানভাবে ৯ জন শিক্ষার্থীকে দেন, তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কাগজ পাবে ?
একটি ঝুড়িতে ১০ টি আম আছে । যদি ৬ টি ঝুড়ি থাকে, তবে মোট কতগুলো আম হবে ?
একটি পরিবার লবণের ৪২ গ্রাম সোমবারে এবং ৩৮ গ্রাম মঙ্গলবারে শেষ করে। এই পরিবার লবণের কত গ্রাম এই ২ দিনে ব্যবহার করেছে ?
নাসিমা ৮৫ টাকার বই কিনল। সে দোকানদারকে একটি ৫০ টাকার নোট ও দুইটি ২০ টাকার নোট দিল। সে কত ফেরত পেল ?
একদল কারিগর ৩ দিন আগে একটি আলমারি তৈরি করতে শুরু করে। আলমারি তৈরি করতে তাদের ৫ দিন লাগে। যদি আজ সোমবার হয়, তবে কোন দিন আলমারি তৈরি শেষ হবে ?
মিনা সাধারণত রাত ১০ টায় বিছানায় যায় এবং সকাল ৬ টায় ওঠে। সে কত ঘণ্টা ঘুমায় ?
একদিন রবিন ৯ টা থেকে ৬ ঘণ্টা তার পরিবারের কৃষিকাজে সাহায্য করে। কোন সময় সে কাজ শেষ করে ?
একজন লোক একটি সূর্যমুখীর চারাগাছ লাগান। প্রথম দিন সূর্যমুখীর উচ্চতা ছিল ১৮ সেন্টিমিটার, কিন্তু ৩ সপ্তাহে এর উচ্চতা হয় ৮৫ সেন্টিমিটার। ৩ সপ্তাহে এটি কত সেন্টিমিটার বৃদ্ধি পায় ?
যদি আমরা উপর থেকে একটি জ্যামিতিক আকৃতি দেখি, এটি একটি বৃত্তের মতো দেখায়। তবে, যদি আমরা এটি পাশ থেকে দেখি, এটি একটি চতুর্ভুজের মতো দেখায়। এই জ্যামিতিক চিত্রটি কী?




